UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিঘলিয়ায় পিআইসি ফরম বিতরণ

koushikkln
অক্টোবর ২৬, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দিঘলিয়া উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ের টিআর, কাবিখা ও কাবিটা বরাদ্দ (নগদ অর্থ ও খাদ্য শস্য) জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে “পিআইসি ফরম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় তিনি দিঘলিয়া উপজেলার রাস্তা-ঘাট, মসজিদ, মাদরাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠানের অনুকূলে পিআইসি ফরম বিতরণ করেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম ও শামসুননাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক শেখ ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি শেখ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, হাসান মাহমুদ রাকিব, রানা মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দিঘলিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখী বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মিরাজুল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স সহ প্রমুখ।