ঊষার আলো ডেস্ক : সৌহার্দ্য ও সম্প্রীতির দেশই চিরায়িত বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলামন, খ্রীষ্টান ও বৌদ্ধ সকলে মিলে মিশে আবহমানকাল থেকে আমরা বসবাস করি। এই সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় আমাদের সচেষ্ট থাকতে হবে।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দোলখোলা ম্যাচের মাঠের সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির ৫১তম দীপাবলি উৎসবে প্রসাদ বিতরণ কালে একথা বলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপ সাহার সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক অভিজিৎ পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। উপস্থিত ছিলেন এ্যাডঃ তমাল কান্তি ঘোষ, মোঃ মোজাহার হোসেন মজো, কামরুজ্জামান ইমরান, এস এম সাঈদুজ্জামান, সাগর মজুমদার, অতনু কর বাপ্পা, কিংকর শীল, উজ্জ্বল দাস, দেবদাস বিশ্বাষ, নুপুর দাস, রীমন দাস, চয়ন বালা, সৈকত কুমার দাস, সৌরভ সাহা ধলু, শুভ সাহা, তুলতুল ব্যানার্জী প্রমুখ।