ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ ) খুলনা শাখার সাবেক সভাপতি ও খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হামিদ আসগর (৭১) ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না…….রাজেউন)। তাঁর মৃত্যুতে খুলনা বিএমএ’র সদস্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে। বিকাল সোয়া ৪টার দিকে তাঁর মৃতদেহ খুলনা বিএমএ ভবন চত্ত¡রে নিয়ে আসা হয় এসময় তাঁর কর্মময় জীবনের প্রতি সম্মান জানাতে খুলনা বিএমএসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ও খুলনার স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে তাঁর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শহীদ হাদিস পার্কে মরহুমের নামাজের জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে খুলনা বিএমএ’র সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএমএ এর সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সহ-সভাপতি, ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, ডা. মোল্লা হারুন-অর-রশীদ,ডা.এস এম সামছুল আহসান সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ, ডা. মোঃ কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সম্পাদক, ডা. মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ডা দেবনাথ তালুকদার, দপ্তর সম্পাদক ডা. এস এম তুষার আলম, প্রচার ও জনসংযোগ সম্পাদক,ডা. সাইফুল্লাহ মানসুর, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ডা. সোহানা সেলিম লাজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ডা. মোঃ মহিবুল হাসান খান, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক, ডা.পলাশ কুমার দে, কার্যকরী পরিষদ সদস্য,ডা. প্রীতিশ তরফদার,ডা. ডলি হালদার, ডা. পার্থ প্রতিম দেবনাথ,ডা.উপানন্দ রায়, ডা. মোঃ মেহেদী হাসান, ডা. শেখ আওরঙ্গজেব প্রিন্স, ডা. নিরুপম মন্ডল, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. মোঃ মেহেদী হাসান সৈকত, ডা. মিথুন কুমার পাল, ডা. আনোয়ারুল আজাদ, ডা. জিল্লুর রহমান তরুন, ডা.ইউনুচউজ্জামান খান তারিম, ডা. ফিরোজ হাসান। বিএমএ এর কেন্দ্রীয় কাউন্সিলর ডা. কাজী করিম নেওয়াজ, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. বাপ্পারাজ দত্ত, ডা. মোহাম্মদ হাসান,ডা. রকিবুল ইসলাম, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা ডা. শৈলেন্দ্র নাথ বিশ^াস প্রমুখ।