UsharAlo logo
মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে প্রভাষক পদে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

pial
অক্টোবর ৩০, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নতুন যোগদানকারী প্রভাষকদের এক পরিচিতি সভা আজ ৩০ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

নতুন যোগদানকারী শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকতা চাকরি নয়, একটি মহৎ পেশা। শিক্ষকতাকে অন্য কোনো পেশার সাথে তুলনা করে প্রাপ্তি-অপ্রাপ্তির বিচার-বিশ্লেষণ করলে চলবে না। সর্বদা মনে রাখতে হবে তিন এক মহান ব্রত পালন করছেন। তাই শিক্ষকের মাথা যেনো কোনো কারণে নিচু না হয়।

তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত জাতি গঠন ও সমাজ পরিবর্তনের নিয়ামক শক্তি হলেন শিক্ষক। সময়ানুবর্তীতা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের প্রথম গুণ। আদর্শ শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের চেয়েও নিজেকে অধ্যয়নে সম্পৃক্ত রাখতে হবে। ক্লাসের সবচেয়ে দুর্বল শিক্ষার্থীকে টার্গেট করেই শিক্ষাদান করতে হবে। যেনো সেও বিষয়টি সহজে আয়ত্ত করতে পারে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাধারায় প্রভাষক হিসেবে সম্প্রতি যে ২৮ জন শিক্ষক যোগ দিয়েছেন তাদেরকে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা জীবনের শ্রেষ্ঠ পেশাই বেছে নিয়েছেন। আপনারা নিজেদের মেধা ও যোগ্যতার বলেই এ নিয়োগ পেয়েছেন। এখন প্রয়োজন শিক্ষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। তাই নিবেদিতভাবে এই মহান পেশায় কাজ করতে হবে। শিক্ষকতার পাশাপাশি গবেষণায় জোর দিতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের মুখ্য কাজই গবেষণা, যার মাধ্যমে নতুন নতুন দিক-নির্দেশনা প্রদান করা যায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় প্রবেশের পর এখন পর্যন্ত কোনো ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। এটা খুবই জরুরি। প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত এমনকি অন্য অনেক পেশায় এ ব্যবস্থা আছে। ইউজিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য একটি উদ্যোগ নিয়েছে। তবে এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মাধ্যমে নবীন শিক্ষকদের জন্য অচিরেই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

পরিচিতি সভায় উপাচার্যের দিক-নির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্যের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুভুতি ব্যক্ত করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক মো. তরিকুল ইসলাম, প্রভাষক মো. মেহেদী হাসান, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক সুতপা দে বর্ণা।

(ঊষার আলো-এফএসপি)