UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু ১৭ নভেম্বর

usharalodesk
অক্টোবর ৩১, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী-কক্সবাজার রুটে শুরু হচ্ছে বিমান চলাচল। আগামী ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি দুপুর ১২টা নাগাদ কক্সবাজার পৌঁছাবে।

নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার থেকে অনলাইনে রাজশাহী-কক্সবাজার রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

এর আগে গত ২৬ অক্টোবর নগর ভবনে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করে রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় নভোএয়ার কর্তৃপক্ষ।

ঊষার আলো-এসএ