ঊষার আলো ডেস্ক : খুলনা সোসাইটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মো. আজিজুল হাসান দুলু’র স্মরণ সভা শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত আজিজুল হাসান দুলু’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক।
সংগঠনের মহাসচিব এস এম শফিকুল আলম বিপ্লব এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও তার জীবনীর ওপর আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, জাতীয় পার্টি মহানগর সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল, সংগঠনের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ (অব.) এ্যাড. প্রফেসর মির্জা নুরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান এমডি খাইরুল ইসলাম খান জনি, সম্মানিত সদস্য সাংবাদিক মো. আবু তৈয়ব মুন্সী, জাতীয় পার্টি খুলনা জেলা সদস্য সচিব এ্যাড. মাসুদুর রহমান, বিএমএর সদস্য ডা: উপানন্দ রায়, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মো: আব্দুল হান্নান, ডা: নয়ন পাল, এস এম মিশকাতুল ইসলাম, অপু রায়হান আকাশ।
এসময় খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতুর পিতা বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা মরহুম ডা. কাজী এমদাদুল হক, সদস্য আরবিনা শিকদার এর ছোট বোন মরহুমা অর্পিতা শিকদার অর্চিন, মহাসচিব এস এম শফিকুল আলম বিপ্লবের পিতা মরহুম এস এম বাদল আলম, উপদেষ্টা উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম এর স্বামী অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা ফয়জুল্লাহ।