UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি শুস্ক মৌসুমে চলমান নির্মাণ শেষ করতে কেসিসি মেয়রের নির্দেশ

koushikkln
নভেম্বর ৭, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে চলমান নির্মাণ কাজের গুণগতমান বজায় রেখে চলতি শুষ্ক মৌসূমের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।

সোমবার (০৭ নভেম্বর) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি আরো বলেন, খুলনার উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত বিপুল অর্থ কাজে লাগিয়ে সুন্দর, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি কেসিসিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

সভায় জরুরী প্রয়োজনীয় সড়ক, ড্রেন, কালভার্ট, কবরস্থান, শ্মশান অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। নগরবাসীর চাহিদার আলোকে পর্যায়ক্রমে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

কসিসি’র প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছা: শাহিন আখতার পারভীন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হক, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মো: সাহাবুল আলম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিমসহ উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন।