UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা যেভাবে চেয়েছি সেভাবেই আইএমএফের ঋণ পাচ্ছি : অর্থমন্ত্রী

pial
নভেম্বর ৯, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইএমএফের কাছ হতে শর্ত সাপেক্ষে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। আর প্রথম কিস্তি ৪৪৭ মিলিয়ন ডলার পাওয়া যাবে ফেব্রয়ারিতে। বাকি অর্থ ছয় কিস্তিতে ৬৫৯ মিলিয়ন ডলার করে ৪ বছরের মধ্যে পাওয়া যাবে।

নিজ দপ্তরে আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পাব। ২০২৬ সালের মধ্যে প্রতিশ্রুত সকল ঋণ পাওয়া যাবে।
তার আগে আজ সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেব, তবে কোনো কঠিন শর্তে না।’

(ঊষার আলো-এফএসপি)