UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মনপুরায় আগুনে ১৪ দোকান পুড়ে ছাই

usharalodesk
নভেম্বর ১৪, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভোলার মনপুরায় কোড়ালিয়া বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ১৪ টি দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সোমবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মনপুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, কোড়ালিয়া বাজারটি উপজেলা সদর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে। ফলে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয় ফায়ার সার্ভিসের। তবে আমরা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’

ঊষার আলো-এসএ