UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে : সিটি মেয়র

koushikkln
নভেম্বর ১৪, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর নির্দেশনার আলোকে খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। সিটি মেয়র বলেন, কেসিসি কর্তৃপ খুলনা মহানগরী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য কেসিসি পরিচালিত সূর্যের হাসি নেটওয়ার্ককে আরো দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুলনাকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে চাই।

সিটি মেয়র সোমবার (১৪ নভেম্বর) সকালে নগরীর ২৯ নং ওয়ার্ড অফিস অডিটরিয়ামে সূর্যের হাসি নেটওয়ার্ক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কেসিসি’র ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যের মধ্যে কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারসহ সূর্যের হাসি নেওয়ার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসকাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেস্ট বিউটি এক্সপার্ট-২০২১ খুলনা জেলার তিন দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপের উদ্বোধন করেন। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার সহযোগিতায় তিনদিন ব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপ উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিজের পায়ে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন। ফলে নারী সমাজ কর্মেেত্র সফলতা অর্জন করতে পারছে। তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য প্রশিণের গুরুত্ব অপরিসীম। সে কারণে বিউটিশিয়ানদেরও যথাযথ প্রশিণ গ্রহণ করা দরকার।

বিউটি এক্সপার্ট হৃদয় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহিলা চেম্বার অব কমার্স-এর সভাপতি শামীমা সুলতানা শিলু ও বিউটি এক্সপার্ট নিশাত মুসতারি বানু। ওয়ার্কশপ উদ্বোধন করেন বিউটি এক্সপার্ট তূর্য্য নাসির। শতাধিক বিউটিশিয়ান এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।