UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হারুনের পূষ্পমাল্য অর্পণ

koushikkln
নভেম্বর ১৪, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৪ নভেম্বর) চীনমৈত্রী সম্মেলেন কেন্দ্রে নবনির্বাচিত ৫৯টি জেলা পরিষদ চেয়ারম্যান এর শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পূণঃ নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, ঢাকায় উপস্থিত খুলনা জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্যদের সাথে করে নিয়ে ঢাকার ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, খুলনা জেলা পরিষদ নির্বাচনে খুলনার নির্বাচিত সকল জনপ্রতিনিধী আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, জেলা পরিষদ সদস্যদের সাথে নিয়ে জেলা পরিষদের সার্বিক উন্নয়নের জন্য এবং শেখ হাসিনার ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য আজীবন কাজ করে যাব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, জেলা পরিষদ সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদার, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য চৌধূরী রায়হান ফরিদ, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এমডি মফিজুল ইসলাম, হাসনাহেনা, নাহার আক্তার, আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাইফুল ইসলাম বাবু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ইমন, মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তালিউর রহমান সানি, রাফেল হোসেন বাবু, দ্বীপ পান্ডে বিশ্ব, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার, আবিদ হাসান ফাহিম, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।