ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা’র বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের পিতা মোঃ গোলাম হোসেন (৮৫) মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর দিলখোলা রোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মো. গোলাম হোসেন রূপসার নৈহাটি এলাকার বাসিন্দা ছিলেন। চাকরি জীবনে তিনি আয়কর আইনজীবী ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।
মঙ্গলবার এশাবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।