UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেগম রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকীতে খুলনায় শেখ বাড়িতে দোয়া

koushikkln
নভেম্বর ১৬, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী বেগম রাজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (১৬ নভেম্বর)।  দিনটিতে তাঁর খুলনার শের এ বাংলা রোড এর শেখ বাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আসর অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন মরহুমার সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল। আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম মধু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, কাজী আমিনুল হক, এ্যাডঃ আইয়ুব আলী, জামাল উদ্দিন বাচ্চু, শহিদুল হক মিন্টু, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর আলম, এ্যাডঃ আনিসুর রহমান পপলু, এ্যাডঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, হাফেজ মোঃ শামীম, অসীত বরন বিশ্বাষ, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর গাউসুল আজম, তালাত হোসেন কাউট, আনিসুর রহমান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আকীল উদ্দিন, আইয়ুব মুন্সী, মিনহাজ্বউজ জামান সজল, শেখ আবীর উল্লাহ, হাসান ইফতেখার চালু, হায়দার আলী খোকন, এ্যাডঃ এস এম তারেক মাহামুদ তারা, চৌধুরী রায়হান ফরিদ, যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ,  স্বেচ্ছাসেবক লীগ  নেতা এম এ নাসিম, যুবলীগ নেতা শেখ শাহাজালাল হোসেন সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার, ইমরান হোসেন।

দোয়া পরিচালনা করেন নগরীর বায়তুন আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান। এর আগে সকাল থেকে শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা ও এতিমখানা শিশুরা কোরআন খতম করেন। দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।

উল্লেখ্য, বেগম রাজিয়া নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা। বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী। তিনি ২০২০ সালের ১৬ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।