UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বিএমএসএস’র মতবিনিময়

koushikkln
নভেম্বর ১৬, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার : খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত কমিটির সাথে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর সাথে বুধবার (১৬ নভেম্বর) সকালে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকল মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোসাইটির উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল গফুর।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান।

পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মজিদ, এম আর মন্টু, মানছুর রহমান জাহিদ, জি এম আসলাম হোসেন, শেখ দীন মাহমুদ, শেখ সেকেন্দার আলী, হাফিজুর রহমান রিন্টু,পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, মো: আছাদুল ইসলাম, শাহজামাল বাদশা, শেখ নাদীর শাহ, কাজী সোহাগ, মো: শাহরিয়ার কবির এস.কে আলীম,আবুল হাসেম, ফিরোজ আহম্মেদ, মাজাহারুল ইসলাম মিথুন, এস.এম আব্দুর রহমান, শেখ খায়রুল ইসলাম, মো: শফিয়ার রহমান।

মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের অধিকার ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সমস্যার সমাধান, করনীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি। এলাকায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাঁরা। সব শেষে বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মাতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।