ঊষার আলো ডেস্ক : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ এর সুপার কানাই লাল সরকার বুধবার ( ১৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা বিসিক শিল্পনগরী পরিদর্শন এবং কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার বিভিন্ন শিল্প কারখানা যথাক্রমে- রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিঃ, পান্ডে ফাইবার ইন্ডাস্ট্রিজ লিঃ, দিপা সী ফুডস্ লিঃ ও ঋশিল্পী হ্যান্ডিক্রাফটস্ লিঃ পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে পরামর্শ প্রদান করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। তিনি শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
তিনি পরিদর্শনকালে কারখানাসমূহের নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্র, সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় উল্লেখিত কারখানাসমূহের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং আইপি-৬ খুলনার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।