ঊষার আলো প্রতিবেদক : শিল্পী আবিদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় বরীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও বাংলাদেশ গণশিল্পী সংস্থা খুলনা’র সহ-সভাপতি এবং সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট সংস্কৃতিজন শংকর কুমার মল্লিকের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও মানব দরদী ল²ীকান্ত মল্লিক ১৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিজ বাড়িতে ৮৮ বছর বয়সে দীর্ঘ সময় অসুস্থ থেকে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি মৃত্যুকালে ২ পুত্র, ১ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
লক্ষ¥ীকান্ত মল্লিক গরীব অসহায় অস্বচ্ছল শিক্ষার্থীদের নিজ ব্যয়ে স্কুলে ভর্তি করাতেন। তিনি ডি বি ইউনাইটেড হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ৪৫ বছর পর্যন্ত তিনি বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের কার্যকরী কমিটির সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে অত্র এলাকায় সকল মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ অন্তিম শ্রদ্ধা জানাতে আসেন। আজ বেলা ২টায় ব্রহ্মরাজপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, সাতক্ষীরা জেলার সভাপতি মহিবুল মোড়ল, ছাত্র মৈত্রীর খুলনা জেলা সভাপতি বিকাশ চন্দ্র মÐল, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
অপরদিকে শিল্পী আবিদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিকের পিতার মুত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি শিল্পী সুজেয় শ্যাম, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, অধ্যাপক আব্দুস সালাম, বেলায়েত হোসেন, সামস্ উজ জোহা, আবু তৈয়ব বাবু, ফিরোজ আহমেদ বাবলু, যোগেন বিশ্বাস, রুবেল মজুমদার, জাহিদ শাওন, মির্জা জিব্রান টুটুল, নাসরীন খান লিপি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ-খুলনার সভাপতি প্রফেসর সাধন ঘোষ, সাধারণ সম্পাদক এড. মিনা মিজানুর রহমান, অধ্যাপিকা অশোকা দত্ত, ভারতী ঘোষ, সাব্বির কাদির, গোপাল মসীদ, অধ্যাপিকা রমা রহমান, শাহিন আবেদীন, শিল্পী আবিদ স্মৃতি পরিষদের কবি দুখু বাঙাল, অধ্যাপক মাধব রুদ্র, নুরুল ইসলাম নুরু, শাহিন জামাল পন, এড. এম এম সাজ্জাদ আলী, কামরুল ইসলাম বাবলু, গণশিল্পী সংস্থাÑখুলনার প্রভাষক গৌতম কুমার কুÐু, প্রভাষক জাহাঙ্গীর আলম, নুরুন নাহান হীরা, শিরিন আক্তার, ফরিদা বেগম, দিপক দত্ত প্রমুখ।