UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে শীতার্তদের মাঝে সাবেক বিএনপি নেতৃবৃন্দের বস্ত্র বিতরণ

koushikkln
নভেম্বর ১৯, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা দেশের মানুষের দাবি এক, দফা এক, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ঠেলাগাড়ি চালায়, নৌকা বায়, কৃষিতে ফসল ফলায় সেই মানুষগুলো শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিঃশ্বাস উঠছে জানিয়ে তিনি বলেন, তেলের দাম আবার বেড়েছে। চিনির দাম বেড়েছে। শাক-সবজি, ডিম সবকিছুর দাম বাড়ছে। আমার সেই কৃষক ভাই, মা তার ছেলেকে একটা ডিম দিতে পারে না। ডাল দিতে পারে না। চালের দাম হাসিনা বলেছিলেন কত দেবেন? দশ টাকা। ১০ টাকা কেজিতে খাওয়ানোর কথা বলেছিল না? এখন দাম কত? ৭০ টাকা, ৮০ টাকা। এর নিচে নেই।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর রায়েরমহল এলকার অসহায় দু:স্থ ও শীতার্তদের মাছে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন ১০ই ডিসেম্বর যাক তারপর খেলায় নামবো আমরা। এই সরকার জনগণের নয়। এ কারণে সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। সাহস থাকলে পদত্যাগ করে নির্বাচন করুন। দেখবেন কী হয়। গত ১৪ বছর ধরে এই সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সরকার যা যা করেছে তার বিচার হবে। তিনি দেশের অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দলীয় নেতাকর্মিদের আহবান জানান।

১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিলের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, ইশহাক তালুকদার, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, শরিফুল ইসলাম বাবু, হেদায়েত হোসেন হেদু, মাওলানা আব্দুল গফ্ফার, তরিকুল আলম তুষার, শেখ জাকিরুল ইসলাম জাকির, সৈয়দ হুমায়ুন কবির, শেখ জাহাঙ্গীর হোসেন, সেলিম বড় মিয়া, শাকিল আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম, দাউদ খান, মেজবাউল আলম পিন্টু, শামীম আশরাফ, আল আমিন তালুকদার প্রিন্স, রাজিবুল আলম বাপ্পি, মোস্তফা জামান নোমান, শহিদ হোসেন, রিফাত পারভেজ, ইমরান হোসেন, সাইফুল ইসলাম, হারুন মোল্লা, রিনা মল্লিক, শেখ আল মামুন, শেখ তুহিন, শেখ সেজান আহমেদ, নাজমুল ইসলাম, সজল সরদার, বাদল শেখ, আব্দুল্লাহ তুহিন, তানভীর মঈন এমরান, শেখ হারুনার রশিদ, আবুল কাশেম, ইমতিয়াজ সেজান, সাব্বির বিন আরাফাত, নাঈম ইসলাম, জুলেখা বেগম, খন্দকার সোহেল রানা, কাজী হানিফ, রবিউল ইসলাম, কামাল হোসেন, তরিকুল ইসলাম, রাজিন, অহিদুল ইসলাম, মারুফ খান, হাফিজুর রহমান টুটুল, ফাহিম ভুঁইয়া, জাহিদ হাসান, ইয়াসিন প্রমুখ।