UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ বেদকাশী স্কুলে ২৪ ডিসেম্বর পুনর্মিলনী সফলে সভা

koushikkln
নভেম্বর ২০, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মামনা প্রদান অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফলে গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মন্ডলের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাবেক প্রধান শিক্ষক হরষিত কুমার মন্ডল, সাবেক সহকারী শিক্ষক ও এডহক কমিটির সভাপতি আব্দুল মতলেব গাজী, বর্তমান প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এসএম আব্দুর রউফ ফারুকী টোটন, সাবেক সভাপতি এসএম আব্দুর রহমান বাচ্চু ও মাসুদ পারভেজ, সমরেশ সরকার, রমেশ সরকার, শেলি মহব্বত, মোঃ আনিরুজ্জামান, মশিউর রহমান মিলন, আনিছুর রহমান, আসমাউল হোসাইন সোহাগ, আলহাজ্ব কবিরুল ইসলাম, গোপাল মিস্ত্রি, তৃদ্বীপ মন্ডল, আব্দুল্লাহ্ আল মামুন, সুধাংশু মন্ডল, নূর মোহাম্মদ গাজী, অপূর্ব মন্ডল, মোঃ মোস্তফা গাজী, প্রিয়োতম মন্ডল, দিবাকর মন্ডল, নিলোৎপল গাইন, এসএম আসাদুজ্জামান বুলবুল, দেবব্রত বিশ্বাস, শরিফা খাতুন, ভৈরব মন্ডল, প্যানেল চেয়ারম্যান-২ দিদারুল আলম, এসএম আলতাফ হোসেন মিন্টু, দেবাশীষ মন্ডল, ভবসিন্ধু মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা অসীম সরকার, ত্রিদিপ মন্ডল, অরবিন্দু মন্ডল, শংকর কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম আকাশ প্রমুখ। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে স্কুলটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠাকাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এক হাজার টাকা, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮০০টাকা, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০০টাকা এবং অতিথিদের প্রতিজন ৭০০টাকায় রেজিষ্ট্রেশন করতে আনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। জরুরি প্রয়োজনে ০১৭১৯ ২১০৯২১ (আহবায়ক) ও ০১৭১১ ৩৭৩৫৮৭ (সদস্য সচিব) এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।