UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ধানক্ষেতে পড়েছিল গোয়ালের মরদেহ

ঊষার আলো
নভেম্বর ২১, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে শ্রী বিনয় চন্দ্র মণ্ডল (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্য-দুর্গাপুর গ্রামের বাসারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রী বিনয় চন্দ্র একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পাশের গ্ৰামে তফসের নামে এক ব্যাক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য ডেকেছিলেন। সেখানে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ওই জমির মালিক ধান কাটতে গেলে সেখানে তার মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের মধ্যামে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হবে।

ঊষার আলো-এসএ