ঊষার আলো ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবদল।
সোমবার (২১ নভেম্বর) সকালে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ‘মাদার অব ডেমেক্রোসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থ্যতা ও নিঃশর্ত মুক্তি কামনা এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনায় মহান আল্লাহ্’র রহমত প্রার্থনায় বিশেষ দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। তার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে দরিদ্য জনগোষ্ঠির মাছে খাবার বিতরণ করা হয়।
নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তৃতা করেন নগর বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।