UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিজেএ’র প্রধান উপদেষ্টা লিয়াকত আলী’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

koushikkln
নভেম্বর ২৭, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মরহুম লিয়াকত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হয়ে স্মৃতিচারণ করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন-উর-রশীদ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ উল হক, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আজগর বিশ্বাস তারা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, দৈনিক পূর্বাঞ্চল এর নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, এইচ এম আলাউদ্দিন, সাহেব আলী, অমিয় কান্তি পাল।

আরও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, দৈনিক প্রবাহ এর সহকারী সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক পূর্বাঞ্চল এর বার্তা সম্পাদক অরুন সাহা, মল্লিক সুধাংশু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম নান্নু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খাইরুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক আবু মুসা শুভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ খুলনা জেলা শাখার কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি যথাক্রমে দেবব্রত রায়, মাঞ্জারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, মোঃ হেলাল মোল্লা, সাগর সরকার, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শান্ত ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক ইমাম হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান, নির্বাহী সদস্য যথাক্রমে মামুন হাওলাদার, ওবাইদুল হক তালুকদার। সদস্য যথাক্রমে তুফান গাইন, হাবিব, জায়েদ আকন প্রমুখ।