UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোমনিতে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

koushikkln
নভেম্বর ২৮, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানাধীন শিরোমনি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন ।

 

এলাকাবাসী জানায়, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরও জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছিলেন আজিজ। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে মারা যান। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র আব্দুল আজিজ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মৃত ওই শিক্ষার্থী যশোর জেলার গদখালী উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের জনৈক আতিয়ার রহমানের ছেলে।তিনি খুলনায় থেকে লেখাপড়া করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।