পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় সমিতির নিজস্ব মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দ্বিজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে ও সমিতির সভাপতি ভোলটন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু,উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম বক্তব্য রাখেন যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, কাউন্সিলর আব্দুল গফ্ফার মোড়ল, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, গৌতম রায়, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, নাজমা কামাল, শেখ জুলি, মৃগাঙ্ক বিশ্বাস,সামাদ,মফিজুল,দিদারুল ইসলাম দিদার,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, রসুল গাজী,আব্দুর রহিম,অহিদুজ্জামান, নাবেদ,তানভীর,আরাফাত, সুমন ইউপি সদস্য কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রবীন্দ্রনাথ মন্ডল, বদিয়ার রহমান, বিনতা রানী সরকার,লক্ষী রানী মন্ডল, মেরী রানী মন্ডল, ফেরদাউস ঢালী, বাবলু সরদার, আবুল হোসেন গাজী, জিতেন্দ্র নাথ ঢালী।