ঊষার আলো ডেস্ক : খুলনা টেক্সটাইল মিলস কলোনী মাঠে অনুষ্ঠিত ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে দুরন্ত পার্টনার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার (০২ ডিসেম্বর) বিকাল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাহবুব চিকেন জোনকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে দুরন্ত পার্টনার্স। এর আগে নির্ধারিত ৬০ মিনিটে দু’দলই ১টি করে গোল করে। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও আকর্ষণীয় প্রাইজমানি পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিপ্লব, আ’লীগ নেতা আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা। সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রতন সাহা, এম এম হাফিজুর রহমান, কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নেতা মো. হাফিজুর রহমান, যুবলীগ নেতা আলাউদ্দিন মৃধা, আয়োজক কমিটির সদস্য কাশেম ফরাজী ও রাহাত জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়হান চৌধুরী ও জুম্মান ঢালী।
দারুণ পারফরমেন্সে ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের শাকিল হোসেন। সেরা গোলদাতা নির্বাচিত হন আকাশ, সেরা গোলকিপার ইয়ামিন ও সেরা ডিফেন্ডার সাব্বির রহমান (কালা)। পুরো টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হাইপাওয়ার বয়েজ ক্লাবের সুজন আকন।