UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জেমস ওয়েব টেলিস্কোপ : পর্যবেক্ষণ, প্রশ্ন ও বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনাসভা 

koushikkln
ডিসেম্বর ২, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিজ্ঞান আন্দোলন মঞ্চ খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর বিএমএ অডিটরিয়ামে ‘জেমস ওয়েব টেলিস্কোপ : পর্যাবেক্ষণ, প্রশ্ন ও বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের খুলনা জেলা সভাপতি নভোজ্যোতি সরকারের সভাপতিত্বে এবং বিএল কলেজ শাখার সদস্য হাফসা মাহবুব নিপুণ ও সাজ্জাদুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা জেলা সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, সরকারি ব্রজলাল (বিএল) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রীতিষ কুমার রায়, সহকারি অধ্যাপক প্রদীপ কুমার সমাদ্দার, সেন্ট জেভিয়ার্স স্কুল সহকারি শিক্ষক প্রজ্ঞা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সদস্য শোভন রহমান, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী রুবায়েত ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে ডাঃ বাহার তাঁর আলোচনায় সমাজে কুসংস্কার, ধর্মান্ধতা দূর করতে বিজ্ঞান চেতনা বিকাশের গুরুত্ব উল্লেখ করে বিজ্ঞান আলোচনা মঞ্চকে গ্রাম-গঞ্জে সর্বত্র দায়িত্ব পালনের আহ্বান করেন। প্রীতিষ রায় জেসম ওয়েব টেলিস্কোপ ও মহাবিশ্ব নিয়ে আলোচনায় একই সাথে বিজ্ঞান দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রে সকল ধরনের পূর্বনির্ধারিত বিশ্বাস এড়িয়ে ইহজাগতিক দৃষ্টিভঙ্গী বিচার করার আহ্বান জানান। প্রদীপ সমাদ্দার ২০২২ সালের পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী ৩ বিজ্ঞানীর কোয়ান্টাম এন্টেঙ্গলম্যান্ট বিষয়ে আলোচনায় ছাত্রদের বস্তু জগতের নিয়ম জানার ক্ষেত্রে আধুনিক গবেষণার প্রতি অনুসন্ধিৎসু হতে বলেন। ছাত্রনেতা শোভন রহমান বলেন, আজকের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান শিক্ষা উপেক্ষিত। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে ওঠার পরিবর্তে শুধুমাত্র কারিগরি দক্ষতা তৈরি হচ্ছে। তাই তিনি একই সাথে বিজ্ঞান আন্দোলন মঞ্চকে যথাযথ বিজ্ঞান শিক্ষার লক্ষ্যে শিক্ষাব্যবস্থা পরিবর্তনের দাবিতে আন্দোলন গড়ে তুলতে বলেন। অনুষ্ঠান শেষে জাতিসংঘ পার্কে টেলিস্কোপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চাঁদ পর্যবেক্ষণ করানো হয়।