UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়িকে প্রাননাশের হুমকি থানায় অভিযোগ

pial
ডিসেম্বর ৪, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : ফুলবাড়ীগেট বাজারের মমতা ক্লিনিক রোডের এক ব্যবসায়িকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় আড়ংঘাটা থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি ব্যবসায়ি হাসিবুর ।

অভিযোগ সুত্রে জানা যায় তেলিগাতী পাকার মাথা এলাকাতে , আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মান শুরু করে , বিবাদী আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম।

গত ১ ডিসেম্ভর এই ঘর নির্মাণ করেছেন বলে জানা গেছে। জমি নিয়ে তেলিগাতী পাকার মাথা এলাকার শেখ খলিলুর রহমানের পুত্র শেখ হাসিবুর রহমান এর সঙ্গে একই এলাকার সাহেব আলী চৌকিদার এর পুত্র আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম এর সাথে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। অভিযোগ সুত্রে আরো জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ ডিসেম্ভর জমিতে ইট বালু দিয়ে জোরপুর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে বিবাদীরা।

খবর পেয়ে ২ ডিসেম্ভর ক্রয়কৃত সম্পত্তিতে ভুক্তভোগি শেখ হাসিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে কাজ নিষেধ করতে বললে আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, হাসিবুর রহমান কে দেখে তাদের কাছে থাকা লোহার শাবল, ও কুড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে।

ভুক্তভোগি হাসিবুর বলেন, ‘এ জমি আমার ক্রয়কৃত দির্ঘদিন যাবত ভোগ করে আসছি। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমাদের জমিটি দখলের পাঁয়তারা করা হচ্ছে। বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধ অমান্য করে ঘর তোলাই এর প্রমাণ। এ ছাড়া বিবাদীরা আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি এর সঠিক বিচার চাই।’ আড়ংঘাটা থানার ওসি মোঃ ওয়েহিদুজ্জামান বলেন বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ খুবই অনাকাক্সিক্ষত বিষয়।
থানায় হাসিবুর নামে এক ব্যক্তি তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এফএসপি)