UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ ফজলুল হক মনি দুরদর্শী রাজনীতিক : শেখ হারুন 

koushikkln
ডিসেম্বর ৪, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ এশিয়ার সর্ববৃহত যুব সংগঠন। জাতির পিতার নির্দেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশ পুণঃগঠন এর লক্ষ্যে যুবসমাজকে সু-সংগঠিত করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। সরকারের বিভিন্ন কর্মকান্ডকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৎকালীন যুবলীগ সারাদেশে তাদের কর্মযজ্ঞ শুরু করে। শেখ মনির বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে সারাদেশে ছড়িয়ে দিতে খুব অল্পদিনের মধ্যেই যুবলীগ সময়োপযোগী সংগঠন হিসাবে প্রমাণিত হয়। শেখ ফজলুল হক মনির দুরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার কারণে যুবলীগ অল্প দিনে আওয়ামী লীগের প্রাণশক্তি হয়ে ওঠে। সেই থেকে অদ্যবদি যুবলীগ দেশের সকল সংগ্রামে রাজপথে থেকে নির্লসভাবে কাজ করে চলেছে। গতকাল বাদ মাগরিব খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা জেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের পুণঃ নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা অজিত বিশ্বাস, জলিল তালুকদার, ব্রজেন দাস, সরদার নুরুজ্জামান, মোঃ জামাল, মোঃ মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, হারুন উর রশীদ, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কবির আহমেদ মনা, মোঃ আনিসুর রহমান, জহুর শেখ, আশিষ রায়, সাইদুর রহমান ছগির, অধ্যাঃ অহিদুজ্জামান, মোঃ বাদশা মিয়া, নোমান ওসমানী রিচি, আলামিন এহসান, হায়দার আলী, তারেক আজিজ, রবিউল ইসলাম, শাহানেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল, আব্দুর রাজ্জাক রাজু, মেজবাবুর রহমান, তানভীর রহমান আকাশ, মোঃ কবিরুল ইসলাম, ছাইফুল ইসলাম শাওন, আমজাদ হোসেন, মোঃ জামাল, তাপস জোয়াদ্দার, মোঃ তরিকুল ইসলাম, মহিউদ্দিন মানিক, আশিক ইকবাল, ইশতিয়ার মোল্যা, মহিউদ্দিন খান প্রিতম, মোঃ রিয়াদ শেখ, সজিব, সাকিব প্রমুখ।