UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবি

koushikkln
ডিসেম্বর ৫, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৫ জুন খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘ দিনের দাবি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এর ফলে যোগাযোগের ক্ষেত্রে এক নুতন অধ্যায়ের সুচনা সৃষ্টি হয়েছে। খুলনাসহ দক্ষিন অঞ্চল এখন উন্নয়ন সম্ভবনাময় অঞ্চল। যেখানে পাইপ লাইনে গ্যাস সংযোগ হলে নুতুন নুতুন শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা গড়ে উঠবে। সেখানে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতিদের নুতন নুতন কর্মসংস্থান সৃষ্টি হবে। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাাসীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় খুলনায় পাইপ লাইনে দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানিয়ে বক্তারা এসব কথা বলেন। সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্ততা করেন এবং উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, আরিফ, জিসান, আলহাজ তাহেরুল আলম, শফিকুল ইসলাম অভি, ইকবাল হোসেন তোকা, রেজাউল ইসলাম রাজা, জাকির হোসেন চঞ্চল, রুহুল কুদ্দুস, রফিকুজ্জামান, সাজ্জাদ চঞ্চল, আলমগীর, কামরুল, আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন, আনিসুর রহমান, মাসুদ, মনির, আবু বক্কার, আজমল প্রমুখ।