ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় কম্বল বিতরণ করা হয়। সংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার এ কম্বল বিতরণ করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা সদস্য যথাক্রমে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, কে এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ ম শাহীন হোসেন, সাদিয়া আক্তার শিমু, হাফিজুর রহমান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সরকার এবং বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।