ঊষার আলো ডেস্ক : জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের কর্মসূচি শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, দুদকের পতাকা উত্তোলন করেন দুদকের বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ এসময় প্রধান অতিথি মোঃ জিল্লুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে আমরা পিছিয়ে পড়ছি। দুর্নীতি সহনীয় পর্যায়ে না আনতে পারলে সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিএল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর, স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শেখ আশরাফ উজ জামান। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাজাহারুল হান্নান, দুর্নীতি প্রতিরোধ কমিটির মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, এস,এম আকতার উদ্দিন পান্নু, এস,এম ইকবাল হোসেন বিপ্লব ও রকিব উদ্দিন ফারাজী প্রমূখ।
মানব বন্ধনে অংশ গ্রহন করেন বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও ও স্কাউট, নৌ স্কাউট ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ।