UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ বেদকাশী স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান ২৫ ডিসেম্বর

koushikkln
ডিসেম্বর ৯, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয়সম্মতি জ্ঞাপন করেছেন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উক্ত অনুষ্ঠান সফলে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মন্ডলের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বক্তৃতা করেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম আব্দুর রহমান বাচ্চু, উদযাপন কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান, বরুণ কুমার মন্ডল, প্রভাষক আশুতোষ কুমার রায়, জিএম আইয়ুব আলী মিল্টন, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রিন্স, মুকুন্দ কুমার মন্ডল, বিপুল কুমার বর্মন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কুয়েটের প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম, আসমাউল হোসাইন সোহাগ, আলহাজ্ব কবিরুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মোঃ আবু সাঈদ খান, মোঃ ইমরান হোসেন খান, রুবেল ইসলাম আকাশ, জ্যোতি সরদার, মোঃ আব্দুল্যাহ, রাজ, রায়হান, আবুল কালাম, মোঃ মিলন ও মোঃ আল আমিন প্রমুখ। প্রসঙ্গত্ব, আজ ১০ ডিসেম্বর সাবেক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের শেষদিন। জরুরি প্রয়োজনে ০১৭১৯ ২১০৯২১ (আহবায়ক) ও ০১৭১১ ৩৭৩৫৮৭ (সদস্য সচিব) এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।