ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টি খুলনা মহানগর সদর থানা’র দ্বি-বার্ষিক সম্মেলন ০৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সদর থানার আহ্বায়ক মাসুম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন জাপা মহানগর যুগ্ম আহ্বায়ক এড. মহানন্দ সরকার।
মহানগর যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাপা কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক এম. হাদিউজ্জামান, খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক এড. অচিন্ত্য কুমার দাশ, শেখ নাজমুল কবির সাদী, অধ্যাপক গাউসুল আজম, মহানগর মহিলা পার্টির আহ্বায়ক আফরোজা খানম। সম্মেলনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জাপা নেতা আকরামুজ্জামান খান, তোবারক হোসেন তপু, প্রিন্স হোসেন কালু, কালা চান, আঃ গফফর মোড়ল, মোঃ শাহাবুদ্দিন, মাজাহার জোয়ার্দ্দার পান, মোঃ রাসেল, এজাজ আহমেদ, অপূর্ব দত্ত নেকু, এম এম আনিসুর রহমান, কাজী শহিদুল কাদির উৎসব, গাজী খোকন, মোস্তফা কামাল রিপন, জুয়েল শরীফ, সরোয়ার হোসেন সরু, মুনসুর খাঁ, কামরুল ইসলাম হিরন, মাহমুদ আলম কাগজী, মোঃ আলাউদ্দিন, হায়দার আলী, সাহেব শেখ, বাবুল হাসান রাজু, মোঃ শহিদ হাওলাার, জাহিদ হোসেন, মিণ্টু হাওলাদার, মোঃ জাকির, মোঃ গাজী মোশারেফ, মোঃ জুয়েল প্রমুখ।
সস্মেলনে সর্বসম্মতিক্রমে মাসুম হায়দারকে সভাপতি ও কাজী হাসানুর রশীদ রাসেলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি খুলনা সদর থানা কমিটি গঠন করা হয়।