ঊষার আলো ডেস্ক : খুলনা দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিআ’তুল আরাবিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা শেখপাড়া খুলনা এর নূরানী বিভাগের ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও মুতাওয়াল্লী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব এস এম আরিফুল ইসলাম।
আলোচনা করেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা মুফতি মুমতাজুল করীম, নায়েবে মুহতামিম আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, নূরানী বিভাগের জিম্মাদার মাওলানা কাওছার আলী, মাওলানা আবরারুল হক, (চিতলমারী) মাওলানা আবুল হাসান, ইব্রাহিম ইসলাম আবীর, মাওলানা ইয়াসিন গাজী, মাওলানা আজমল হোসেন, এস.এম ফেরদৌস হোসেন, হাফেজ মাওলানা এইচ এম খালিদ সাইফুল্লাহ, হাফেজ মাওলানা সোহেল খান ও মুফতি তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২০২২ শিক্ষাবর্ষের সর্বোচ্চ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষকমণ্ডলীদের কে সম্মাননা পুরস্কার দেয়া হয়।