UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসের কর্মসূচি

pial
ডিসেম্বর ১১, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : খুলনা জেলা প্রশাসন ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ঢাকায় আয়োজিত জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’।

১২ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

(ঊষার আলো-এফএসপি)