ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কর্মসূচি “দুঃশাসন হঠাও, ভোটাধিকার প্রতিষ্ঠা করো, পাচারকৃত অর্থ ফেরৎ আনো, ঋণ খেলাপীদের তালিকা প্রকাশ করো” এর দাবিতে সোমবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড গাজী আফজাল, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড ফজলুল হক, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড মোঃ ইউনুস মিয়া, কমরেড জাকির হোসেন, কৃষক সমিতির জেলা সহ-সভাপতি এড. এম এম রুহুল আমিন, পূর্ণেন্দু বিশ্বাস, রমেশ হালদার, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদার, টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, মোঃ জামাল হোসেন, মিঠুন ম-ল, ভবেশ চন্দ্র রায়, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, মোঃ সোহেল, সুজাতুন জামান মুন, চিরঞ্জিৎ ম-ল, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, হাবিবুল্লাহ ইসলাম সবুজ, শান্ত ঘোষ, নাহিদ ইসলাম, প্রীতম সরদার, তনুশ্রী তনু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাংক, বিমা থেকে অর্থ পাচারের কারণে দেশ আজ ডলার সংকটে। ব্যবসায়ীরা প্রয়োজনীয় দ্রব্য আমদানী করতে পারছে না। উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছে না। বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। কিন্তু সে ঋণের কোনো সুফল দেশের মানুষ পাচ্ছে না। তাহলে এই ঋণের টাকা কোথায় গেল ? বক্তারা আরো বলেন, পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। ঋণ গ্রহণের সুপারিশকারীদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।