ঊষার আলো ডেস্ক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১ জানুয়ারি/২৩ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে খুলনা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নেতা ও জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের পরিচালনায় এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও পাইকগাছা উপজেলা সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কেন্দ্রীয় সদস্য ডাঃ সৈয়দ আবুল কাশেম, বটিয়াঘাটা উপজেলা সভাপতি ও জেলা সহ-সভাপতি মোতওয়ালী শেখ, সাধারণ সম্পাদক এড. প্রশান্ত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা সভাপতি আব্দুর সবুর মাস্টার, সাধারণ সম্পাদক আসাদুজ্জআমান লিটু, রূপসা উপজেলা সভাপতি ওদুদ মোড়ল, দিঘলিয়া উপজেলা সভাপতি এড. লুঃফর রহমান, সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক জিয়া, তেরখাদার মোঃ হামিম, মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জেলা সাংগঠনিক সম্পাক মোঃ মোস্তফা সরদার, ইয়াহিয়া, সহ-দপ্তর সম্পাদক আঃ জলিল সমাদ্দার, সঞ্জয় গোলদার, সহ-সম্পাদক শাহাজাহান আলী সাজু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহ্বায়ক এ. অচিন্ত্য দাস, সদস্য সচিব এম আব্দুল্লাহ্-আল-মামুন।