UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের কম্বল ও বৃত্তি প্রদান এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের

koushikkln
ডিসেম্বর ১৪, ২০২২ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন উদ্যোগে গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খুলনা মহানগর আ’লীগের উপদেষ্টা মন্ডল সিনিয়ার সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা ।

বুধবার (১৪ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন এসপি মোঃ মোখলেসুর রহমান, গোটাপাড়া ইউনিয়নের পরিষদের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য আসলাম কাজী টুটুল, সাবেক মেম্বার শেখ জালাল উদ্দিন আহমেদ,মোয়াজ্জেন হোসেন, গোটাপাড়া জামে মসজিদ সভাপতি শেখ জিন্নাতুল হক, গোটাপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, সংরক্ষিত মহিলা মেম্বার মাহামুদ আক্তার আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনরে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এইচ মোস্তফা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।