UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় যুবদের নিয়ে ইয়ুথ ক্যাম্প

koushikkln
ডিসেম্বর ১৫, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  রাজনৈতিক নেতৃত্বের উন্নয়ন, রাজনৈতিক দলের কার্যকর চর্চা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা ও নিরসন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, গণতন্ত্র ও নির্বাচন, রাজনৈতিক প্রচারাভিযান, প্রশিক্ষকের জন্য প্রশিক্ষণ এবং এডভোকেসিসহ সুষ্ঠু রাজনৈতিক চর্চায় ভূমিকা রাখতে খুলনায় যুবদের নিয়ে এক ইয়ুথ ক্যাম্প বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।  মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনা এ ক্যাম্পের আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম খুলনার আহবায়ক জোবায়ের আহমেদ খান জবা।
অনুষ্ঠানে প্রোগ্রাম কোর্স সম্পূর্ণকারী যুবদের মধ্যে ইয়ুথ ক্যাম্প সনদ বিতরণ করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রেহানা ঈসা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, মহিলা লীগ নেত্রী হোসনেয়ারা চম্পা, মহিলাদল নেত্রী এডভোকেট কানিজ ফাতেমা আমিন, বিএনপি নেতা এ এইচ এম মেহেদী হাসান দিপু, সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, সাংবাদিক কৌশিক দে বাপী, উন্নয়ন কর্মী  অসীম আনন্দ দাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জিয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী জেসমিন সুলতানা, অ্যাডভোকেট সাহারা ইরানি পিয়া, যুবদল নেতা জাবির আলী, ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন, জুবি ওয়ালিয়া টুই প্রমুখ।
ইয়ুথ ক্যাম্পে যুবদের পজেটিভ রাজনৈতিক ধারণাসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ভিত্তিক আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়।