UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার সম্মেলন 

koushikkln
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন ২০২৩ (১৬ ডিসেম্বর) শুক্রবার দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ মইন উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ মোল্লা ও নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় খুলনা নগর ও জেলা সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসের শূরার সদস্য ও নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ  বলেন, ফারদিন হত্যা তদন্ত নিয়ে টালবাহানা চলছে। উদ্ধার তৎপরতার নামে নাটক মঞ্চায়ন হচ্ছে। ঘটনার শুরুতেই সব মহল থেকে বুয়েট এর মেধাবী শিক্ষার্থী ফারদিন হত্যা হয়েছে জানানো হলেও পরবর্তীতে তা কিভাবে আত্মহত্যা হয়ে গেলো; তা ছাত্রজনতার বোধের অগম্য।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালীব, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ নাজমুস সাকিব।
বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ কর্তৃক আবরারকে পিটিয়ে হত্যা করার পর বুয়েটের বাইরে ফারদিন হত্যা কলংকজনক অধ্যায়ের রচনা করেছে। শুধু ফারদিন নয় সারাদেশে শিক্ষার্থী নির্যাতন ও হত্যাকান্ড সংশ্লিষ্ট সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার কার্যকর না হলে দেশজুড়ে ছাত্রজনতা গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলন সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবির,জেলা সহ-সভাপতি আবু রায়হান, নাইমুল ইসলাম, মাহেদী হাসান মুন্না, রফিকুল ইসলাম, রাজিব গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ, আবুল কাসেম, হাসিবুর রহমান, মুহা. আব্দুল্লাহ, মুহা. ইমরান হুসাইন, শরিফুল ইসলাম, মুহিব্বুল্লাহ সোহান,আবুল কাশেম, হাবিবুল্লাহ বিন মুসলিম, আব্দুল আলিম, আতিকুল ইসলাম, মুহা. শাকিল খলিফা, মুহা. বনি আমিন, মুহা. আলম গাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান বক্তা খুলনা জেলা ও মহানগর এর ২০২৩ শেষনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
জেলা সভাপতি- মুহা. আবু রায়হান, সহ সভাপতি- মুহা. ফরহাদ মোল্লা, সাধারণ সম্পাদক- নাইমুল ইসলাম।
মহানগর সভাপতি- মুহাম্মাদ মঈনউদ্দীন, সহ সভাপতি- মুহা. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক- মাহাদী হাসান মুন্না এর নাম ঘোষণা করা হয়।