তেরখাদা প্রতিনিধি: তেরখাদা সদর ইউনিয়নের উত্তরপাড়ায় অগ্নিকাণ্ডে বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র, জামাকাপড়, সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার সময় তেরখাদা উত্তরপাড়া এলাকার মৃত: সুলতান শেখের পালিত ছেলে গাড়ি চালক সেলিম শেখ (৪০) এর টিনের বসত ঘরে গ্যাসের সিলিন্ডার থেকে অসাবধানতা বসত আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িইয়ে পড়ে, এতে করে টিনের তৈরি বসত ঘর, ঘরে থাকা আসবাবপত্র, জামাকাপড় ও সার্টিফিকেট সহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে তেরখাদা থানা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অগ্নিকা-ের মতো দুর্ঘটনা এড়াতে সকলকে সাবধান ও সচেতনতা হওয়ার আহ্বান জানান। প্রাথমিকভাবে ধারণা মতে অগ্নিকা-ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একমাত্র বসত ঘর পুড়ে ছাই হওয়াতে বসবাসকারী সেলিম দ¤পতি কান্নায় ভেঙে পড়েন এবং তাদের চোখে মুখে হতাশার ছাপ পরিলক্ষিত হয়।