UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় বাংলাদেশ প্রেসক্লাবের মহান বিজয় দিবস পালন

koushikkln
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব তেরখাদা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন,দোয়া ও আলোচনা সভা হয়েছে।

বাংলাদেশ প্রেস ক্লাব তেরখাদা শাখার আয়োজনে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শেখ শফিউল আজম স্বপনের সঞ্চালনায় এ আলোচনা সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মোঃ লিয়াকত আলী, এসএম ওবায়দুল্লাহ বাবু, শেখ সেলিম আহমেদ, রাসেল আহমেদ, আলাউদ্দিন সিকদার, শেখ আনিচুল হক, আখতারুজ্জামান, তৌহিদুল ইসলাম, নাঈমুল ইসলাম কল্লোল, রাকিবুল ইসলাম, এনায়েত হোসেন, শিবপ্রসাদ, দিল নেওয়াজ উজ্জ্বল ,কে এম আলিমুল সহ বাংলাদেশ প্রেস ক্লাব ও তেরখাদা প্রেসক্লাবে র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।