তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরায় সিএনজি অটোরিকশা উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায় তেরখাদা শেখপুরা এলাকায় মঙ্গলবার(২০ডিসেমবর) সকাল সাতটার দিকে তেরখাদা থেকে খুলনার উদ্দেশ্যে পাঁচজন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া সিএনজি (রেজি নং- ৪৬) বেপরোয়া গতিতে গাড়ি চালানায় কারণে শেখপুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে আশেপাশের লোকজন এসে গাড়িতে থাকা আহত যাত্রীদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তেরখাদা দক্ষিণপাড়া এলাকার মৃত গফুর মোল্যার ছেলে জুলু মোল্যা৬০) কে মৃত ঘোষণা করেন।
আহত অপর চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। প্রায় তেরখাদার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার এই মর্মান্তিক ঘটনায় এলাকার ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উল্লেখ সড়ক দুর্ঘটনায় আহতদের অবস্থা বেগতিক দেখে গাড়ি চালক পলাতক রয়েছে।