ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা আর আর এফ রেঞ্জ আয়োজিত খুলনা রেঞ্জ ৫ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা আর আর এফ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় খুলনা আর আর এফ পুলিশ লাইন মাঠে ফাইনাল খেলায় খুলনা আর আর এফ চুয়াডাঙ্গা জেলা দল একে অপরের মুখোমুখি হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা জেলা দল মাত্র ৭৪ রান সংগ্রহ করে অলআউট হয় । জবাবে ৭৫ রানের সীমিত টার্গেট নিয়ে খুলনা আর আর এফ মাত্র ৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়েল লক্ষে পৌছে যায়। খুলনা আর আর এফ এর খেলোয়াড় শফিক ৪ উইকেট স্বীকার করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়, এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোঃ আবদুল্লাহ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন খুলনা আর আর এফ এর কম্যান্ডেট এডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার।