ঊষার আলো ডেস্ক : ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি জিহাদুল কবির ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা ইউনিটের ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে গৃহীত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে। ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। এছাড়াও তিনি ফোর্সের ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি ইউনিটের বিভিন্ন সেরেস্তার মালামালসমূহ, নথি ও রেজিস্ট্রার দেখেন এবং সঠিকভাবে সংরক্ষণের দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা ইউনিটের পুলিশ সুপার কানাই লাল সরকার, ইন্সপেক্টর বৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।