UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা

koushikkln
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শুভ বড়দিন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, যীশু খ্রীষ্ট সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মানবসেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা মানব ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তাঁর এই ত্যাগের মহিমা খ্রিষ্টান ধর্মালম্বীদের যুগে যুগে আলোর পথে অনুপ্রাণিত করছে। তিনি যীশু খ্রিষ্টের এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তাদের প্রতি আহবান জানান।

সিটি মেয়র বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।