UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আটরা শিল্প এলাকায় বড়দিন পালিত

koushikkln
ডিসেম্বর ২৫, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি: আটরা শিল্প এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক গির্জায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন।

২৫ ডিসেম্বর সকাল ৮ টায় খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তবৃন্দ দলে দলে গির্জায় যোগ দেন। ধর্মীয় আলোচনা , কেক কাটা,গান বাজনা ও প্রার্থনা সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয় বড়দিন। মুজগুন্নি প্যারিসের ফাদার রানারের পরিচালনায় উপস্থিত ছিলেন জন মন্ডল ,মাইকেল মন্ডল, সুনীল ম-ল ,রবিন রতœ ,লুইস সর্দার ,পৌলোমন্ডল ,বাবু মন্ডল ,কবি আনন্দ কুমার স্বর, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,আনতন মন্ডল ,প্রদীপ মন্ডল প্রমুখ।

অপরদিকে আফিলগেট নিউ আটরা ব্যাপ্টিস্ট চার্চে যথাযথ মর্যাদায় প্রভু যিশুখ্রিস্টের জন্ম দিন পালিত হয়। সকাল ৯টা থেকে কেককাটা, ধর্মীয় আলোচনা, গানবাজনা ও প্রার্থনাসহ নানা কর্মসূচির মাধ্যমে শেষ হয়। চার্চ দুলাল বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রদীপ মালাকার ,জুয়েল বাইন , জোসেফ সিকদার , সন্তোষ পাল , কমল পাল, মিলন মজুমদার,পিন্টু বালা ,ডালিয়া বালা, ব্রীজিতা মার্জি প্রমুখ।