UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে : মনা

koushikkln
ডিসেম্বর ২৫, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র বন্দুকের নলের জোরে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ত করে জোর করে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আব্দুর রশিদ আরেফিন নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। দিনে দিনে লাশে মিছিল লম্বা হচ্ছে। সরকার মনে করছে জনগনকে বন্দুকের নলের মুখে জিম্মি করে ক্ষমতা চিরস্থায়ী করবে কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।

রবিবার (২৫ ডিসেম্বর) আসরের নামাজের পর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গায়েবার জানাজা পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড. মনা আরো বলেন, ২০১৪ সালে একতরফা নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনী তামাশার পর আওয়ামী লীগ দেশের জনগণ ও সকল বিরোধী দলকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। সরকারি দলের দম্ভ, অহমিকা ও বল প্রয়োগের প্রতিশোধাত্মক রাজনীতি আজ দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। পঞ্চগড়ের নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনকে হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে চলমান গনতান্ত্রিক আন্দোলন বেগবান করার জন্য তিনি খুলনাবাসীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, শেখ তেয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, হাফিজুর রহমান মনি, শেখ শাহিনুল ইসলাম পাখী, সুলতান মাহমুদ, এড. তৌহিদুর রহমান তুষার,  নাজমুস সাকিব পিন্টু, শেখ ইমাম হোসেন, এড. মোহাম্মাদ আলী বাবু, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, গাজি আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, নাজমুল হুদা চৌধুরী সাগার, তারিকুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, নাসির খান, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, যুবদলের ইবাদুল হক রুবায়েত, আব্দুল্লাহ হেল কাফি সখা, সেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, আনোয়ার হোসেন আনো, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন,  জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, মোঃ লিটন খান, কাজী আব্দুল লতিফ, জাকির হোসেন, মোবাশি^র হোসেন শ্যামল, এস এম মাহমুদ পটা, এস এম আরিফুর রহমান শিমুল, ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ, আলতাফ খান, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরে ওলামা দলের আহবায়ক মাওলনা ফারুক হোসেন গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন।