UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেকারত্ব ও কর্মহীনতার কান্নায় শিল্পাঞ্চলের বাতাস এখন ভারাক্রান্ত : মেনন

koushikkln
ডিসেম্বর ২৯, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি, কাটছে না। মানুষকে তার খাবারের জন্য প্রতিদিন টিসিবি’র ট্রাকের পিছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে খুলনা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এক কথা বলেন।

পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারী মুক্তি ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেছা খান-এমপি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্লা, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, নগর সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু।

সাবেক মন্ত্রী ও ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা কমরেড মেনন আরও বলেন, খুলনায় একের এক রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করা হয়েছে, শিল্পাঞ্চল এখন মৃত্যুপুরী। লাখো শ্রমিকের বেকারত্ব ও কর্মহীনতার কান্নায় শিল্পাঞ্চলের বাতাস এখন ভারাক্রান্ত। সারা দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন হচ্ছে একথা বলা যায় না। দেশের বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমতাবস্থায় রেশনিং ব্যবস্থার জোর দাবি করেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপি উত্থাপিত ১০ দফার সমালোচনা করে বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা ১০ দফার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের উত্থান ঘটাতে চায়। জনগণকে সম্মিলিতভাবে শাসন-শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন প্রধান অতিথি কমরেড রাশেদ খান মেনন-এমপি ও গণশিল্পী সংস্থার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন খুলনা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এড. মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অপরদিকে ২৮ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ৩টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাগেরহাট জেলা শাখার এক কর্মী সভা জেলা সভাপতি কমরেড এড. মহিউদ্দিন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্রনাথ দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পার্টির সভাপতি মৃত্যুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেনন-এমপি। বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস, কেন্দ্রীয় নেতা কমরেড দীপঙ্কর সাহা দিপু, জেলা সদস্য ও জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরডে নূরমোহাম্মদ মোড়ল, কৃষকনেতা জিতু, ছাত্রনেতা আরি হোসেন, জ্যোতি, হিরা প্রমুখ।