ঊষার আলো প্রতিবেদক : আগামী নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনভাবেই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, লুটেরা ও সুবিধাবাদীদের বর্জন করতে হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর বিএমএ মিলনায়তনে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ও নাগরিক সমাজের করণীয়-শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলত সামাজিক আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএমএ খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা সালেহ আহম্মেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, খুবি অধ্যাপক আবুল ফজল, কারশেদ আলম, অ্যাডভোকেট প্রসেনজিৎ দত্ত, শ্রমিক নেতা কামাল জোয়াদ্দার, অধ্যক্ষ এ এস এম আনিছুর রহমান, অ্যাডভোকেট রিনা পারভীন, অধ্যক্ষ জয়িতা শাকেরা বানু , অ্যাডবোকেট আবু হানিফ, সোহরাব হোসেন, এস এম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ফরহাদ হোসেন, সজল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় আলোচকরা আরো বলেন, দ্রব্যমূল্যের উদ্ধগতি, বৈশ্বিক রাজনীতিতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। আর এ সুযোগে সাম্প্রদায়িক, স্বাধীনতা বিরোধী ও জঙ্গিগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ তৎপরতা বাড়ার শঙ্কা রয়েছে। বাহাত্তরের সংবিধানের আলোকে সোনার বাংলা গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাথে কাজ করতে হবে।