UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াশায় ঢেকে আছে নওগাঁ, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি

usharalodesk
ডিসেম্বর ৩১, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সকাল থেকে নওগাঁয় তীব্র শীত আর ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।  শনিবার  (৩১ডিসেম্বর) সকাল ৬টা ও ১০ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে ঘন কুয়াশায় আর শীরশীরে ঠাণ্ডা বাতাসে জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।গত কয়েকদিনে  কুয়াশা আর ঠাণ্ডার প্রভাব কিছুটা কমে গেলেও শনিবার সকাল থেকে আবারও ঘন কুয়াশা ঢেকে আছে চারদিক। এতে বীজতলা পরিচর্যার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

এমন কুয়াশা আর শীত থাকলে বোরো মৌসুমে ধান চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন না বলে জানান তারা।নওগাঁর বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ (৩১ ডিসেম্বর) জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহসহ ঠাণ্ডা বাতাস বইছে।

শীত মৌসুমের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা বাড়িতে পারে বলে আশঙ্কা করছেন। তবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।এদিকে ঠাণ্ডা জনিত বিভিন্ন রোগে জেলা সদর হাসপাতালে বিভিন্ন বয়সের রোগীরা ভিড় করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঊষার আলো-এসএ